বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে দৃশ্যমান এক নতুন ধারা শুরু হয়েছে গত বছরের ৫ আগস্টের পর থেকে। কয়েক দশকের কঠোর ধর্মভিত্তিক অবস্থান, মুক্তিযুদ্ধ বিরোধি তকমা এবং মূলধারার রাজনীতি থেকে বিচ্ছিন্নতা- সব পেছনে ফেলে দলটি এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে ‘সংস্কারধারী রাজনৈতিক শক্তি’ হিসেবে। দলীয় গঠনতন্ত্রে পরিবর্তন, নতুন লোগোতে জাতীয় পতাকার অন্তর্ভূক্তিসহ আরো পরিবর্তন, নারীর অংশগ্রহণ বৃদ্ধি, এমনকি একাত্তরের প্রশ্নে অভ্যন্তরীণ আলোচনা- সব মিলিয়ে জামায়াতে ইসলামী যেন নতুন এক রূপে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছে। গত এক বছরে দলটির সমাবেশের মঞ্চসজ্জা, পোস্টার, ব্যানার ও ফেস্টুনে লাল-সবুজের ব্যবহার বাড়তে দেখা গেছে। সর্বশেষ, দলটি জাতীয় পতাকার আদলে একটি নতুন লোগো প্রকাশ করেছে, যা রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপটি জামায়াতের দেশপ্রেমের বার্তা দেওয়ার কৌশল এবং মুক্তিযুদ্ধ বিরোধী ভাবমূর্তি থেকে বেরিয়ে আসার...