মহাসপ্তমী উৎসবে সোমবার সন্ধ্যা ৬টায় বর্ণিল আলোকসজ্জায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার ভিডিপি) সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো. জিয়াউল হাসান। তিনি সুনামগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও পূজা মণ্ডপের সভাপতিদের সাথে সাক্ষাৎ করেন। পরিদর্শন শেষে আনসার ভিডিপি সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো. জিয়াউল হাসান বলেন, এবার প্রশিক্ষিত আনসার সদস্য দিয়ে পূজা উৎসবে নিরাপত্তা বিধান নিশ্চিত করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এর নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় সিলেট রেঞ্জেও চারটি জেলায় ২৭০৩টি পূজা মণ্ডপে প্রায় ১৭১৭৮ জন প্রশিক্ষিত আনসার ভিডিপি সদস্য/সদস্যা নতুন উদ্দীপনায় মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন,...