বিদ্যা সিনহা মিমের রিল ও রিয়েল লাইফের বেশিরভাগ গল্পই ভক্তদের জানা। সোশ্যাল হ্যান্ডেলের সুবাদে তার ব্যক্তিজীবনের নিয়মিত স্থিরচিত্র মেলে। এসবের বাইরে গিয়ে তিনি এবার অভিনয় ও ব্যক্তিজীবনের অনেক অজানা অধ্যায় তুলে ধরবেন। এমনটাই নিশ্চিত করেছেন মাছরাঙা টিভির প্রযোজক অজয় পোদ্দার। তার প্রযোজনায় সেলিব্রিটি শো ‘স্টার নাইট’-এর এবারের পর্বের অতিথি হিসেবে আসছেন বিদ্যা সিনহা মিম।অজয় বলেন, ‘ইন্ডাস্ট্রিতে পথচলায় ভালো-মন্দ নানারকম অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা, সংগ্রাম ও সাফল্যের গল্প বলবেন মিম। সেই সাথে তার সহকর্মী, কাছের বন্ধু এবং পরিবারের সদস্যরা তার সম্পর্কে...