সার্ক কালচারাল সেন্টার (SCC) প্রথমবারের মতো আঞ্চলিক সম্মেলন ‘সার্ক হেরিটেজ ফোরাম ২০২৫’ আয়োজন করেছে। “SAARC Cultural Heritage Forum: Promoting Regional Art, Culture, Heritage Sites, Museums, and Archives” শিরোনামে তিন দিনব্যাপী (৩০ সেপ্টেম্বর – ২ অক্টোবর) এই আঞ্চলিক সম্মেলন দক্ষিণ এশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সুরক্ষা ও প্রচারের লক্ষ্যে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।আজ কলম্বো ন্যাশনাল মিউজিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার মাননীয় প্রধানমন্ত্রী ড. হরিণী আমারাসুরিয়া, প্রফেসর হিনিদুমা সুনীল সেনেভি, শ্রীলঙ্কার বুদ্ধ সাসনা, ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী, শ্রীলঙ্কার পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রী এবং শ্রীলঙ্কার ভারতস্থ হাইকমিশনার। এছাড়াও উপস্থিত ছিলেন সার্ক সদস্য রাষ্ট্রগুলোর মাননীয় রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ, ICOM ন্যাশনাল কমিটি, ইউনেস্কো, বিদেশি মিশনের প্রতিনিধি, বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ, সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষজ্ঞ ও গবেষকরা।১ ও ২ অক্টোবর কলম্বোর কিংসবারি হোটেলে...