৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে নতুন শান্তি পরিকল্পনা দিয়েছেন, এরই মধ্যে ইসরাইলি সেনাবাহিনী গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। আজ মঙ্গলবার সকালে তোলা ছবিতে গাজা সিটির বিভিন্ন এলাকা থেকে থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। ইসরাইলি সেনাবাহিনী আজ জানিয়েছে যে গতকাল ওই এলাকায় “সুনির্দিষ্ট হামলা” চালানো হয়েছে, যখন দেশটির বিমান বাহিনী গাজাজুড়ে ১৬০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। অগাস্টের শুরুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষিত নতুন ইসরাইলি অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গাজা সিটি। তখন থেকে গাজা সিটির বাসিন্দাদের চলে যেতে বলা হচ্ছে, অন্যদিকে হামলার ফলে শহরের বেশ কয়েকটি উঁচু ভবন ধসে পড়েছে। এদিকে, হোয়াইট হাউস সফরের পর নেতানিয়াহু তার টেলিগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে গাজা থেকে ইসরাইল প্রতিরক্ষা...