৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জের সীমান্তবতী এলাকায় ৩৩টি প্লাটুন বিজিবি বিভিন্ন পুজামন্ডপে নিরাপত্তা বলয় তৈরি ও টহল জোরদার করেছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি তৎপর রয়েছে বলে জানান বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সোহেল-উস-সামাদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গলের শ্রী শ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি মন্দির ও সার্বজনীন শ্রী শ্রী দূর্গাবাড়ি পূজা মন্ডপ পরিদর্শন করেন সেক্টর কমান্ডার। এসময় সেক্টর কমান্ডার সাংবাদিকদের বলেন, পূজামন্ডপে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি নিরলসভাবে কাজ করছে। শ্রীমঙ্গল সেক্টরের অধীন বিজিবির পৃথক ৩টি ব্যাটালিয়নে কাজ করছে। শ্রীমঙ্গল সেক্টরের অধিনে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে সনাতন ধর্মাবলম্বীদের ২২৫ পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। ওই সকল পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত রাখতে বিজিবি করছে। পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির সভাপতি, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি,...