জানা যায়, একচালা প্রতিমা কাঠামোতে চালচিত্র আদতে দুর্গাপ্রতিমার উপর বা পেছন দিকে যে অর্ধবৃত্তাকার পটভূমি দেখা যায় সেটি। এখানে মূলত নানা দেবী, দেবতার কাহিনী আঁকা থাকে। বাঁশ এবং খবরের কাগজ ব্যবহার করে বানানো হয় চালচিত্র। তারপর আঁকা হয়। ফুটে ওঠে শিব, পার্বতী, কালী, চণ্ডী, দশমহাবিদ্যাসহ নানা দেব-দেবীর ছবি। দেবী দুর্গার আদি প্রতিমা একচালাই হয়। কিন্তু থিম বদলে দিয়েছে একচালার সেই ধারণা। অনেক দিন আগেই একচালা রীতি ভেঙে ‘ভিন্ন’ হন দুর্গা আর তার সন্তানরা। দেবীর কাঠামোতে এখন আমরা সাতটি মূর্তি দেখতে পাই। দেবী মূর্তির দুই পাশে আলাদা কাঠামোতে থাকে তার চার সন্তানের মূর্তি। মধ্যস্থলে দেবী দুর্গা। দুর্গার পদতলে একদিকে সিংহ ও অন্যদিকে অসুর। দেবীর ডান পা সিংহের পিঠে এবং বা পায়ের শ্রী আঙ্গুলী অসুরের কাঁধে স্থাপিত। দেবীর ডানে ধনদাত্রী লক্ষ্মী, পাশে...