পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কুয়েটায় নিরাপত্তা বাহিনীর সদরদপ্তরের বাইরে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আজ (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার স্থানীয় সময় সকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এবং আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বেলুচিস্তানের প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত কাকার। স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরকভর্তি একটি গাড়ি মডেল টাউন থেকে হালি রোডে প্রবেশের সময় ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির (এফসি) সদরদপ্তরের কাছে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দ দূর-দূরান্ত পর্যন্ত শোনা যায় এবং ঘটনার...