নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপের স্ত্রী গুলশান আরার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সংস্থাটির কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি জানান, আব্দুস সোবহান মিয়া গোলাপের স্ত্রী গুলশান আরা মিয়ার আয়ের হিসেব জমা দেয়ার আদেশ দেয়া হয়। কিন্তু সময় বাড়ালেও সম্পদের হিসাব জমা না দেয়ায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর আগে, চলতি বছরের ১৯ মার্চ শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে মামলা করে দুদক। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সংসদ সদস্য হিসেবে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে ৯টি ফ্ল্যাট ও বাড়ি কিনেছেন। বাংলাদেশি টাকায় তার দাম ৩২ কোটি টাকা।...