বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে গত ২১ কার্যদিবসে সাত হাজার ১০০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। ৪০ দিনে (২১ কার্যদিবস) ৭৫টি চালানের বিপরীতে ২০৩টি ট্রাকে করে এসব মোটা চাল বেনাপোল বন্দরে প্রবেশ করে। দেশের বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে চার মাস পর বাংলাদেশ সরকার দেশের সব বন্দর দিয়ে চাল আমদানির অনুমতি দেয়। এরই ধারাবাহিকতায় গত ২১ আগস্ট বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়। আমদানিকারকের পক্ষে চাল ছাড়করণের জন্য পাঁচটি সিঅ্যান্ডএফ এজেন্ট কাজ করছে। সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি বাবলুর রহমান বলেন,‘দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২১ আগস্ট থেকে আবার বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। যে পরিমাণ চাল আমদানি হয়েছে তার অধিকাংশই ভূঁইয়া এন্টারপ্রাইজের মাধ্যমে আমরা ছাড়করণ করেছি।’ বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক...