এই বিশেষ পর্বে অমিতাভ বচ্চনের দীর্ঘদিনের সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু, কিংবদন্তি গীতিকার–চিত্রনাট্যকার জাভেদ আখতার হাজির থাকবেন। সঙ্গে জাভেদপুত্র, অভিনেতা–পরিচালক ফারহান আখতারও থাকছেন। সম্প্রতি তাদের দুজনকে মুম্বাইয়ের ফিল্মসিটি স্টুডিওতে শো-এর সেটে প্রবেশ করতে দেখা গেছে। এসময় পাপারাজ্জিদের সঙ্গে আলাপচারিতায় ফারহান আখতার বলেন, ‘আমরা শুধু জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। ওনার সুস্বাস্থ্য কামনা করি। আর চাই উনি দীর্ঘদিন সুস্থ ও ভালো থাকুন।’ সেদিন ফারহান আখতার ধূসর রঙের স্যুট আর সাদা টি-শার্টে হাজির হন। অন্যদিকে জাভেদ আখতারকে দেখা যায় লাল কুর্তা ও কালো প্যান্টে। এটাই প্রথম নয়, এর আগেও অমিতাভ বচ্চন নিজের জন্মদিন উদযাপন করেছেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’-এর মঞ্চে। ২০২২ সালে যখন তিনি ৮০ বছরে পা রাখেন, তখন স্ত্রী জয়া বচ্চন ও ছেলে অভিষেক বচ্চন হঠাৎ...