চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মহিউদ্দিন (৩০) নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ডাউন লাইনে এ ঘটনা ঘটে। মৃত মহিউদ্দিন উপজেলার ৭ নম্বর কাটাছড়া ইউনিয়নের আজিজুল হকের ছেলে। তিনি স্থানীয় একটি শিল্পকারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সকাল ৯টার দিকে আপ ও ডাউন লাইনে দুই দিক থেকে ট্রেন আসছিল। মহিউদ্দিন একটি লাইন পার হতে পারলেও আরেক...