দিনভর ভ্যাপসা গরমের দুপুরের পর বৃষ্টি যেন স্বস্তি নিয়ে এলো। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের এই বৃষ্টি। মৌসুমি বায়ুর প্রভাবে হওয়া এই বৃষ্টি আগামী কয়েকদিন থেমে থেমে কিছু কিছু এলাকায় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর আকাশ ছিল পরিষ্কার। সূর্যের তাপ ছিল অনেক বেশি। ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল রাজধানীবাসী। এই অবস্থায় হঠাৎই দুপুর-নাগাদ আকাশে মেঘ জমতে শুরু করে। এরপর বিকাল পোনে ৪টা দিকে শুরু হয় বৃষ্টি। রাজধানীর পান্থপথ, কলাবাগান, শুক্রাবাদ, রাজাবাজার, ধানমন্ডি, কাওরান বাজার, গ্রিন রোডসহ অনেক এলাকায় বৃষ্টি হচ্ছে বলে খবর পাওয়া গেছে। আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং...