গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আপদকালীন জরুরী অস্থায়ী তীর প্রতিরক্ষামুলক কাজের অংশ হিসেবে যমুনা ও ধলেশ্বরী নদীর বাম তীরে ৯৮ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ৫১০ মিটার এলাকাজুড়ে জিও-টিউব ও জিও-ব্যাগ ডাম্পিং এবং প্লেসিং কাজ করা হচ্ছে। এই কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। এলাকাবাসীর অভিযোগ, জিওব্যাগ ফেলার প্রায় ৩০০ মিটার দূর থেকে বাল্কহেডের মাধ্যমে বালু তোলার কারনে এসব জমি হুমকির মুখে রয়েছে। আব্বাস আলী নামে একজন বলেন, এই পার বাঁধ দিতাছে উপার ভাঙ্গবে এই বাঁধ দিয়ে কোন লাভ নাই। কারণ ডেজার দিয়ে মাটি কাটলে সেই বাঁধ টিকবে না। অমরপুর এলাকার রফিক নামে একজন বলেন, এতো টাকা ব্যয়ে বাঁধ দিচ্ছে কিন্তু মাটি সেই নদী থেকেই নিচ্ছে তাতে লাভ কী? যদি চর কেটে আনতো তাও হতো কিন্তু নদী পাড় থেকেই মাটি...