বিশ্বকাপ বাছাইপর্বে নিষেধাজ্ঞায় থাকা খেলোয়াড় নামানোর ঘটনায় দক্ষিণ আফ্রিকার জয় বাতিল করেছে ফিফা। একই সঙ্গে তাদের তিন পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।গত মার্চে লেসোথোর বিপক্ষে ম্যাচে নিষেধাজ্ঞার মধ্যে থাকা মিডফিল্ডার তেবোহো মকোয়েনাকে খেলানোয় এ শাস্তি দেওয়া হয়। ২০২৩ সালের নভেম্বরে বেনিন ও ২০২৪ সালের জুনে জিম্বাবুয়ের বিপক্ষে হলুদ কার্ড দেখেছিলেন মকোয়েনা। দুই হলুদ কার্ড পাওয়ায় লেসোথোর বিপক্ষে ম্যাচে তার খেলার কথা ছিল না। তবে নিয়ম ভেঙে গত ২৫ মার্চ পিটার মোকাবা স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে তিনি ৮২ মিনিট মাঠে খেলেন। ম্যাচটি ২-০ ব্যবধানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ফিফার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারলেও তাকে নামানো হলে সেই ম্যাচ স্বয়ংক্রিয়ভাবে বাজেয়াপ্ত হয়। নিয়মে বলা আছে, ‘যদি কোনো দল অননুমোদিত খেলোয়াড় মাঠে নামায়, ম্যাচটি ৩-০ ব্যবধানে প্রতিপক্ষের অনুকূলে গণ্য হবে।...