ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে অবতরণ করা প্রথমবারের ভ্রমণকারীদের জন্য একটি আলাদা অভিজ্ঞতা হতে পারে। কারণ প্লেন যখন আরব সাগর পেরিয়ে ম্যানগ্রোভ বনাঞ্চল ও এশিয়ার সবচেয়ে বড় বস্তি অঞ্চল পেরিয়ে শহরের দিকে এগোয় তখন একদিকে চোখে পড়ে উঁচু ভবন আর অন্যদিকে জালের মতো রেললাইন। এই জনাকীর্ণ শহরের মাঝখানে একটি ব্যস্ততম বিমানবন্দর পরিচালনা করাকে অনেকদিন ধরেই ঝুঁকিপূর্ণ ও অকার্যকর বলে মনে করে আসছেন বিশেষজ্ঞরা। কিন্তু অনেক বিলম্ব ও বাধার পর নাভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর এখন উদ্বোধনের প্রস্তুতিতে এবং আগামী কয়েক মাসের মধ্যেই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরেটর সংস্থা আদানি এয়ারপোর্ট হোল্ডিংস-এর সিইও অরুণ বানসাল জানিয়েছেন, নতুন বিমানবন্দরটি মুম্বাইয়ের যাত্রী চাপ উল্লেখযোগ্যভাবে কমাবে। তিনি বলেন, বর্তমান বিমানবন্দর বছরে ৫.৫ কোটি যাত্রী ধারণ ক্ষমতা পূর্ণ করে ফেলেছে। নতুন করে আরও ২ কোটি যাত্রীর চাহিদা...