ইসরায়েলের হাইফা শহরের মেয়র ইয়োনা ইয়াহাভ দাবি করেছেন, অটোমান সাম্রাজ্যের কাছ থেকে শহরটি মুক্ত করেছিলেন ব্রিটিশ নয়, বরং ভারতীয় সেনারা। সোমবার (৩০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে তিনি বলেন, নতুন ইতিহাসের পাঠ্যপুস্তকগুলোতেও এই সত্য তুলে ধরা হবে। মেয়র ইয়াহাভ বলেন, আমি এই শহরে জন্মেছি, এখানেই পড়াশোনা করেছি। আমাদের সবসময় বলা হতো, ব্রিটিশরা হাইফাকে মুক্ত করেছে। পরে একদিন ঐতিহাসিক সমিতির একজন এসে জানালেন, গবেষণায় দেখা গেছে প্রকৃতপক্ষে ভারতীয় সৈন্যরাই অটোমানদের হাত থেকে শহরটিকে মুক্ত করেছিলেন। তিনি আরও বলেন, আমরা এখন প্রতিটি স্কুলের পাঠ্যপুস্তক পরিবর্তন করছি। সেখানে স্পষ্ট বলা থাকবে, ব্রিটিশ নয়, ভারতীয় সেনারাই আমাদের মুক্ত করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতীয় অশ্বারোহী রেজিমেন্টগুলো বর্শা ও তলোয়ার হাতে মাউন্ট কারমেলের দুর্গম পাহাড়ি ঢাল বেয়ে অটোমান বাহিনীকে পরাজিত করে। যুদ্ধ ইতিহাসবিদরা একে ‘ইতিহাসের শেষ মহাকাব্যিক অশ্বারোহী...