সুন্দরবন কুরিয়ার সার্ভিসের প্রয়াত পরিচালক হায়দার হোসেন মল্লিকের সম্পত্তির হিস্যা পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন তার দ্বিতীয় স্ত্রী নাজমা বেগম। মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাজুল ইসলাম সোহাগের আদালতে তিনি মল্লিকের প্রথম স্ত্রীর মেয়েসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে প্রতিবেদন দাখিল করতে আশুলিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলায় যাদের আসামি করা হয়েছে, তারা হলেন—হায়দার হোসেনের প্রথম স্ত্রীর মেয়ে সামান্তা হায়দার, তার স্বামী মো. হারুন, ভাবি শিউলি ও ভাতিজা সায়েক মাহমুদ রাইয়ান। নাজমা বেগম ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী ইসফাকুর রহমান গালিব। তিনি বলেন, “৯ বছর আগে ভুক্তভোগী এই নাজমা বেগমের স্বামী মারা যান। এতো বছর পার হলেও তিনি স্বামীর সম্পদের প্রাপ্য অংশ বুঝে পাননি। বিধবা মুসলিম নারীর সম্পত্তি...