কর্মব্যস্ত জীবনে সকাল থেকে রাত পর্যন্ত বাইরে ছুটে চলাই যেন রুটিন। অফিস, যানজট, ধুলাবালি, রোদ—সব মিলিয়ে দিনের শেষে ত্বক মলিন হয়ে যায়। ত্বকের স্বাভাবিক কোমলতা ও উজ্জ্বলতা হারিয়ে যায় ধীরে ধীরে। অথচ নিয়মিত একটু ত্বকের যত্নের রুটিন পারে এই ক্ষতি পুষিয়ে দিতে। প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে ত্বকের যত্নের নানা বিষয় নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন বিন্দিয়া এক্সক্লুসিভ স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার সেন্টারের রূপচর্চা পরামর্শক শারমিন কচি। >> সারাদিন অফিস বা বাইরে থাকার ফলে ত্বকের উপর প্রভাব পড়ে। বাইরে থাকাকালীন ত্বকের সার্ফেস লেয়ারের বাইরের অংশটুকু ধুলো বহন করে। অনেকেই ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং—এই তিনটি ধাপ অনুসরণ করে বাইরে বের হোন। >> সেসময় ত্বক নাজুক এবং স্কিনটা পরিষ্কার থাকে। আর পরিষ্কার ত্বকই ধুলাবালি বহন করে থাকে। এই ধুলোটা ত্বকের লোমকূপের ভিতরে যায়।...