রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীবেষ্টিত কালিদাসখালী ঘাট। এ ঘাটে প্রতিদিন মাছের হাট বসে। জেলেরা প্রতিদিন পদ্মা নদী থেকে মাছ ধরে এই হাটে বিক্রি করেন। বিভিন্ন এলাকা থেকে মাছ কিনতে এখানে আসেন ব্যাপারীরা। জানা গেছে, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন নদীবেষ্টিত উপজেলার চকরাজাপুর ইউনিয়ন। এই ইউনিয়নে ১৫টি চর রয়েছে। এই চরে জনসংখ্যা প্রায় ২০ হাজার। উপজেলায় ২৬ কিলোমিটার এলাকা পদ্মা নদী রয়েছে। এর মধ্যে ১৫ কিলোমিটার চকরাজাপুর ইউনিয়নের মধ্যে ৩৭০ জন জেলে রয়েছে। তারা ভাঙনকবলিত সহায় সম্বলহীন মানুষ। তবে কোনো কোনো চরে স্থায়ী জনবসতি গড়ে উঠেছে। আবার কোনো চরে অস্থায়ী বসতি রয়েছে। জেলেরা সারা রাত মাছ শিকার করে সকালে কালিদাসখালী পদ্মা নদীর ঘাটে বিক্রি করতে আসে। এখানে মাছ কিনতে আসেন ঈশ্বরদী, লালপুর ও কুষ্টিয়ার ব্যাপারীরা। কালিদাসখালী চরের জেলে ওয়ালিউর রহমান বলেন, আমি...