ঐশ্বরিয়া রাই বচ্চন আবারও প্রমাণ করলেন র্যাম্পে তাঁর দীর্ঘস্থায়ী উপস্থিতি। প্যারিস ফ্যাশন উইকের ঝলমলে আয়োজনে তিনি বিশ্বখ্যাত সৌন্দর্যব্র্যান্ডের প্রতিনিধি হিসেবে হলিউড তারকাদের সঙ্গে একসঙ্গে র্যাম্প মাতালেন। মানিশ মলহোত্রার নকশা করা এক অনিন্দ্যসুন্দর কালো পোশাকে তিনি সবার দৃষ্টি কাড়েন। পোশাকটি হীরকখচিত অলঙ্করণে সজ্জিত ছিল। কোটের হাতায় ঝলমলে হীরা বসানো ছিল এবং পেছনে সূক্ষ্ম কারুকাজ করা ছিল। ঐশ্বরিয়ার রূপকে আরও উজ্জ্বল করে তোলে এক অনন্য হীরক ও পান্না খচিত ব্রোচ। তিনি সাহসী লাল লিপস্টিক বেছে নিয়ে লুকে এক বিশেষ মাত্রা যোগ করেন, যা তাঁর আভিজাত্যপূর্ণ সাজকে সম্পূর্ণ করে। পরে তিনি মঞ্চে ওঠেন আরও কয়েকজন অভিনেত্রী ও সুপারমডেলের সঙ্গে এবং আড্ডা, ছবি তোলা ও ফটোশুটে অংশ নেন। মঞ্চের আড়ালে তাঁকে হাইডি ক্লুম ও আরও অনেক তারকার সঙ্গে প্রাণখোলা আড্ডায় মেতে থাকতে দেখা গেছে।...