মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গাদের তাড়িয়ে তাদের গ্রাম ও মসজিদ ধ্বংস করছে দেশটির সেনাবাহিনী। সেসব জায়গায় স্থাপন করছে নিরাপত্তা ফাঁড়ি। এসব তথ্য উঠে এসেছে জাতিসংঘ সমর্থিত এক তদন্ত প্রতিবেদনে। আমেরিকার নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের একদিন আগে গতকাল সোমবার এ প্রতিবেদন প্রকাশ হলো। রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে আগস্টে নারকীয় সহিংসতা চালায় মিয়ানমার সেনাবাহিনী। বাধ্য হয়ে দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয় কয়েক লাখ রোহিঙ্গা। বর্তমানে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় ১৩ লাখ রোহিঙ্গার বাংলাদেশে আশ্রিত। সে ঘটনার ৮ বছর পর সোমবার জাতিসংঘ-সমর্থিত একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়। এতে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতা ও বর্বরতার তথ্য উঠে আসে। দ্য ইনডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমারের (আইআইএমএম) প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে রোহিঙ্গা গ্রাম, মসজিদ, সমাধি ও কৃষিজমি ধ্বংস করেছে। এ কাজে...