ট্রেন ছাড়তে বিলম্ব হওয়ায় পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ট্রেনযাত্রীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে শরৎনগর স্টেশনে ‘একতা এক্সপ্রেস’ ট্রেনের যাত্রীদের সঙ্গে এ ঘটনা ঘটে বলে জানান ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম। আহতদের মধ্যে স্থানীয় যুবক কামরুল হাসান রিফাত ও আকাশ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে ট্রেনের আহত যাত্রীদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও রেলওয়ে বিভাগ জানায়, রোববার ভাঙ্গুড়া স্টেশনে ‘পঞ্চগড় এক্সপ্রেসের’ ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ায় রেললাইনের ক্ষতি হয়। লাইন মেরামতের কারণে সোমবার রাতে ‘একতা এক্সপ্রেস’ ট্রেনটি শরৎনগর স্টেশনে দীর্ঘ সময় দাঁড়িয়ে রাখতে হয়। ট্রেন ছাড়তে দেরি হওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা হঠাৎ স্টেশন মাস্টারের ওপর হামলার চেষ্টা করেন। এক পর্যায়ে যাত্রীরা দলবেঁধে নেমে সেখানে হইচই করতে থাকেন। এ সময় স্থানীয়রা বাধা দিলে দুই...