চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সরকারি অনুমোদন ছাড়াই গাছ পুড়িয়ে কয়লা উৎপাদনের অভিযোগ উঠেছে। কৃষিজমির একেবারে পাশে গড়ে ওঠা এসব ভাটার কারণে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আশঙ্কা স্থানীয়দের। একই সঙ্গে ফলজ, বনজ ও ঔষধি গাছ ধ্বংসের শঙ্কা তৈরি হয়েছে। কয়লার কালো ধোঁয়া বাতাসে মিশে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে, অভিযোগ করছেন গ্রামবাসী। রায়পুর ইউনিয়নের মারুফদা গ্রামে সাবেক ইউপি সদস্য মিলন হোসেনের ভাই ইরফান হোসেন কৃষিজমির লাগোয়া স্থানে ভাটা বসিয়েছেন। এলাকাবাসীর দাবি, সেখানে পাঁচটি চুলায় একসঙ্গে শত শত মণ খড়ি ব্যবহার করে কয়লা উৎপাদন হচ্ছে। প্রায় ১৫ দিন ধরে একেকটি চালান প্রস্তুত হয় এবং মাসে গড়ে দুটি চালান বাজারে ছাড়া হয়। স্থানীয় শ্রমিক আব্দুস সবুর জানান, তারা মাসিক হাজিরায় কাজ করেন। তার ভাষ্য, এ কাজের জন্য সাধারণত কেউ অনুমোদন নেয় না। অফিসের লোক এলে কিছু...