ঢাকা: লন্ডনের ট্যাভিস্টক স্কয়ারে অবস্থিত ঐতিহাসিক মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। পাশাপাশি মূর্তিতে আপত্তিকর গ্রাফিতি আঁকা হয়, যেখানে মহাত্মা গান্ধী ও নরেন্দ্র মোদিকে ‘জঙ্গী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ঘটনা ইউনিভার্সিটি কলেজ লন্ডনের কাছাকাছি সংঘটিত হয়, যেখানে গান্ধী আইন অধ্যয়ন করেছিলেন।মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী এবং জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক অহিংসা দিবস (২ অক্টোবর) উদযাপনের কয়েক দিন আগে এ ধরনের ঘটনা হওয়ায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ভারতীয় হাইকমিশন এই ঘটনা ভাঙচুর হিসেবে নয়, বরং “অহিংসার আদর্শের ওপর সহিংস আক্রমণ” হিসেবে অভিহিত করেছে।মূর্তির বেদি ও সিঁড়িতে ইংরেজিতে ‘গান্ধী-মোদি জঙ্গী’ লেখা হয়েছে, যা স্থানীয় সম্প্রদায় ও ভারতীয় প্রবাসীদের মধ্যে গভীর রকমের ক্ষোভ সৃষ্টি করেছে। তবে এখনও এই ঘটনার পেছনের দায়ীদের সঠিক পরিচয় জানা যায়নি।ভারতীয় হাইকমিশন এক্সে দেয়া বিবৃতিতে জানায়, ‘লন্ডনের ট্যাভিস্টক স্কয়ারে মহাত্মা গান্ধীর...