ঢাকা: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে তারা তেমন সফল হতে পারছে না বলে জানিয়েছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে এনটিএমসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত এনটিএমসি সুরক্ষা অ্যাপ গুজব প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।তিনি বলেন, ‘আনসার থেকে শুরু করে পূজায় দায়িত্বে থাকা সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এই অ্যাপের সঙ্গে যুক্ত রয়েছেন। এর মাধ্যমে এখন পর্যন্ত ১৩২টি অপতৎপরতা সনাক্ত করে ব্যবস্থা নেয়া হয়েছে।’মেজর জেনারেল কাইয়ুম মোল্লা আরও বলেন, প্রয়োজনে জাতীয় নির্বাচনেও এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতে কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত এনটিএমসি। তবে সম্প্রতি...