দেশে সেপ্টেম্বরে গণপিটুনিতে নিহতের সংখ্যা বেড়েছে। এ ছাড়া ধর্ষণের সংখ্যাও বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে সংখ্যালঘুদের ওপর নির্যাতন। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রকাশিত সেপ্টেম্বরের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন ও নিজেদের অনুসন্ধানের ওপর ভিত্তি করে এমএসএফ এই মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন তৈরি করেছে। আজ মঙ্গলবার এমএসএফ এ প্রতিবেদনটি গণমাধ্যমে পাঠিয়েছে। প্রতিবেদনে সার্বিক মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, গণপিটুনি ও মব সহিংসতার মতো আইন হাতে তুলে নেওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এতে নিহত ও আহতের সংখ্যা বেড়ে নাগরিকদের নিরাপত্তাহীনতার বিষয়টি প্রশ্নবিদ্ধ করে তুলেছে। সরকারের নিষ্ক্রিয় ভূমিকা এ বিষয়ে নাগরিকদের জীবনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলেছে। এমএসএফের প্রধান নির্বাহী মোহাম্মদ সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, মব সন্ত্রাসের বিপরীতে সরকারের নিষ্ক্রিয়তা ও উদাসীনতা চরমে পৌঁছেছে। কিছু ক্ষেত্রে...