ঢাকার দিনের তীব্র গরম শহরের মানুষকে ব্যথিত করেছিল। সারাদিন রোদ আর ভ্যাপসায় অতিষ্ঠ হয়ে পড়ে মানুষ। তবে হঠাৎ আসা বৃষ্টির সঙ্গে এলো যেন অপ্রত্যাশিত স্বস্তি। রাজধানীর হাতিরঝিলে সেই মুহূর্ত যেন এক ছোট্ট সোনামণিদের আনন্দে ভরে উঠল। ছবি: মাহবুব আলম ছোট্ট ছোট্ট শিশুরা বৃষ্টিতে ছুটে খেলছে। কাঁধের উপর জল ছিটিয়ে দিচ্ছে, হেসে খেলে একে অপরকে ভেজাচ্ছে। তাদের কণ্ঠস্বর যেন শহরের ব্যস্ত রাস্তা, গাড়ির হর্ন আর মানুষের চিৎকারকে পরাজিত করে দিচ্ছে। বৃষ্টি ভেজা মাটির গন্ধ, শিশুরা ছুঁড়ে ফেলা পানি, হেসে ওঠা মুখ-সবকিছু মিলিয়ে এক দারুণ নস্টালজিয়া তৈরি করছে। যে কেউ এই দৃশ্য দেখবে, তার মনেও বৃষ্টিতে ভেজা শৈশবের আনন্দ ফিরে আসবে। ছোটবেলায় ছাতা ছাড়া বৃষ্টিতে দৌড়ানো, পা পা ভিজে কাদা-মাটির মধ্যে খেলা-সবকিছু যেন চোখের সামনে উজ্জ্বল হয়ে ওঠে। হাতিরঝিল এলাকা এমনিতেই শহরের...