৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তবে শারদীয় দুর্গোৎসবে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ভোগান্তি এড়াতে তারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও স্লোগান কর্মসূচি পালন করেন। তারা অভিযোগ করেন, অন্যায়ভাবে চাকরিচ্যুত করার প্রতিবাদে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। একইসঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগও তোলেন। আন্দোলনকারীরা অভিযোগ করেন, অন্যায়ভাবে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। এ ছাড়া ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন তারা। বিক্ষোভ চলাকালে কর্মীরা স্লোগান দেন—“বেইমানের গালে গালে জুতা মারো তালে তালে”,“মোনাফেকের বিরুদ্ধে লড়াই হবে একসাথে”,“হাইকোর্টের বিচারের অবমাননা করবে যারা, বিচারের আওতায় আসবে তারা।” আন্দোলনকারীরা বলেন, “আমরা...