৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ পিএম নিউইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচনে জোহরান মামদানি জয়ী হলে শহরটিকে সরকারি সহায়তা বন্ধ করে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সোমবার (২৯ সেপ্টেম্বর) দেওয়া পোস্টে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন। এই ঘোষণা নির্বাচনী প্রচারণার উত্তেজনা আরও বাড়িয়েছে এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ নভেম্বর। ট্রাম্পের হুঁশিয়ারি মূলত মামদানির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও তার সম্ভাব্য প্রশাসনিক নীতির উপর ভিত্তি করে। ট্রাম্প দীর্ঘদিন ধরে মামদানিকে ‘স্বঘোষিত কমিউনিস্ট’ আখ্যা দিয়ে আসছেন, যদিও মামদানি নিজেকে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক হিসেবে পরিচয় দেন। ট্রাম্প আশঙ্কা প্রকাশ করেছেন যে, মামদানি ফেডারেল সম্পদের ওপর নির্ভর করে তার ‘ভুয়া কমিউনিস্ট প্রতিশ্রুতি’ পূরণের চেষ্টা করবেন, এবং তাই সে সহায়তা...