অনুসন্ধানে উঠে এসেছে, শরীয়তপুর এবং ঢাকার কয়েকজন ব্যক্তি লিয়া আক্তার নামে ওই নারীকে দিয়ে দীর্ঘদিন যাবত ব্যবহার করে অর্থশালী ও বিত্তবান পরিবারের যুবকদেরকে প্রেমের ফাঁদে জড়িয়ে ব্ল্যাকমেল করে বিভিন্ন হয়রানিমূলক ধর্ষণ মামলা দিয়ে মীমাংসার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। মোবাইল ফেসবুক, মেসেঞ্জার, ইমোর মাধ্যমে প্রেম করে অর্থনৈতিক আয়ের একমাত্র উপায় বেছে নিয়েছে এই চক্রটি। মোবাইল ফোনের মাধ্যমে লিয়া আক্তার নামে ওই নারীর প্রেমের জালে জড়িয়ে ধর্ষণ মামলা হয়েছে শরীয়তপুর গোসাইরহাট উপজেলার উত্তর হাটুরিয়া গ্রামের মকবুল ঢালীর পুত্র মো. বাইজিদ ঢালীর বিরুদ্ধে। ভুক্তভোগী বাইজিদ ঢালী বলেন, ‘আরিফশা নামে ফেসবুকে আমার বন্ধুত্ব হয়। ধীরে ধীরে ফেসবুক মেসেঞ্জারে আরিফশার সাথে টুকিটাকি হাই-হ্যালো কথা হতো। এই হাই-হ্যালো কথার মধ্যেদিয়ে আমাদের দুজনের মধ্যে গভীর ভাব বন্ধুত্ব তৈরি হয়। আমি ওর পরিচয় জানতে চাইলে তিনি...