চাকরিচ্যুত কর্মীরা অভিযোগ করেন, ব্যাংক কর্তৃপক্ষ তাদের একতরফাভাবে চাকরিচ্যুত করেছে। তারা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে কর্মরত থাকলেও কোনো কারণ ছাড়াই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি করেন। আন্দোলনকারীরা বলেন,“আমরা বারবার আলোচনার চেষ্টা করেছি কিন্তু কর্তৃপক্ষ একগুঁয়েমি করছে। যদি এই একগুঁয়েমির কারণে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হয় তবে তার দায়ভার সম্পূর্ণভাবে ব্যাংকের ম্যানেজমেন্টকে নিতে হবে।” তারা দ্রুত সমস্যার সমাধানের জন্য ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দিয়ে আন্দোলন আরও তীব্র করার ঘোষণা দেন। চাকরিচ্যুত কর্মীরা স্পষ্টভাবে জানিয়েছেন, এ সমস্যার সমাধান না হলে তারা কঠোর আন্দোলনের পথে হাঁটবেন। তাদের আন্দোলনের ধরণ হবে ধাপে ধাপে তীব্রতর। শিকলবাহা ক্রসিং থেকে শুরু হওয়া এই কর্মসূচি চট্টগ্রাম শহরসহ সারাদেশে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বিক্ষোভকারীরা বারবার তাদের বক্তব্যে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে...