এর আগে গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এই প্রস্তাব জানানোর পর আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চৌরঙ্গীর মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে বিক্ষোভকারীরা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিক্ষোভকারীদের দাবি, শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব কম, আর ফরিদপুরের দূরত্ব তুলনামূলক বেশি। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও দাপ্তরিক কার্যক্রমের ক্ষেত্রেও ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে। তাই শরীয়তপুরবাসী ফরিদপুর নয়, ঢাকার সঙ্গেই যুক্ত থাকতে চায়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার দাবি আদায়ে টালবাহানা করলে এর...