দুবার খুব কাছাকাছি গিয়েও সেঞ্চুরি করতে পারেননি শারমিন আক্তার সুপ্তা। সেই হতাশা তিনি ভুলতে চান ওয়ানডে বিশ্বকাপের বড় মঞ্চে। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে বিশ্বকাপে তিন অঙ্ক ছুঁতে চান অভিজ্ঞ এই ক্রিকেটার। আজ মঙ্গলবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হয়েছে নারী ওয়ানডে বিশ্বকাপ আসর। আগামীকাল কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর আছে আরও ছয়টি ম্যাচ। সুযোগ কাজে লাগিয়ে টুর্নামেন্টের ইতিহাসে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করার আশা সুপ্তার। আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে সুপ্তা বলেন, 'প্রথম সেঞ্চুরির জন্য আমাকে আরেকটু ভালো চেষ্টা করে যেতে হবে। আর বিশ্বকাপের মঞ্চে একটি সেঞ্চুরি করতে পারা দারুণ ব্যাপার হবে। আমি নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছি এবং আগের ভুলের সময়গুলো থেকে শিক্ষা নিচ্ছি।' সুপ্তা জানান তিনি ভালো খেললে সেটা দলের জন্যও মঙ্গল। 'দলের জন্য আমি...