চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে আইনশৃংখলা বাহিনী ও সরকার দলীয় সশস্ত্র নেতাকর্মীরা দেশের ৪১টি জেলার ৪৩৮টি স্পটে হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলা মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জবানবন্দিতে একথা বলেছেন মামলার তদন্ত কর্মকর্তা মো: আলমগীর (পিপিএম)। আজ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল-১ দেয়া জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে আইনশৃংখলা বাহিনী এবং সরকার দলীয় সশস্ত্র নেতাকর্মীরা দেশের ৪১টি জেলার ৪৩৮টি স্পটে হত্যাকাণ্ড সংঘঠিত করেছে। এছাড়া ৫০টিরও অধিক জেলায় আন্দোলনকারীদের উপর মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সাক্ষীর জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা মো: আলমগীর বলেন, আমি তদন্ত কালে পেয়েছি যে, ২০২৪ এর আন্দোলনে আওয়ামী লীগ সরকার যত গুম, খুন, জখম, অপহরণ ও নির্যাতন করেছে তার...