পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দক্ষিণ পাঙ্গাসিয়া গ্রামের সেলিম শিকদার ও জামাল শিকদারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরেরা দুটি আলমারি ভেঙে পৌনে চার ভরি স্বর্ণ এবং নগদ ৭৫ হাজার টাকা নিয়ে গেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, চুরির ঘটনাটি ঘটে রাত আনুমানিক ২ টার দিকে। চোরেরা সেলিম শিকদারের বাড়িতে প্রবেশ করে তাকে প্রথমে হাত-পা বেঁধে ফেলে। এরপর তার বাড়িতে থাকা একটি আলমারি ভেঙে স্বর্ণ ও নগদ অর্থ লুট করে। চুরির একপর্যায়ে সেলিম শিকদার হাত-পা নাড়ানোর চেষ্টা করলে তিনি বাধা অনুভব করেন এবং ডাকাডাকি শুরু করেন। তার চিৎকারে পাশের রুমে থাকা ভাই জামাল শিকদার এসে তাকে উদ্ধার করেন। উদ্ধারের পর সেলিম শিকদার ও জামাল শিকদার দেখেন যে দুটি আলমারি ভাঙা হয়েছে...