গাজায় শান্তি চুক্তির খুব কাছাকাছি পর্যায়ে পৌঁছানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সেখানে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন তিনি নিজেই। তাকে সহায়তা করবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ট্রাম্পের ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনায় সম্মতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আর প্রস্তাব পর্যালোচনা করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। হোয়াইট হাউজে পৌঁছানোর পর গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরে যৌথ সংবাদ সম্মেলনে আসেন দুই নেতা। এসময়, গাজায় যুদ্ধ বন্ধে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় নেতানিয়াহুর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন তিনি। আর হামাসের সঙ্গে আলোচনা করবে আরব ও মুসলিম দেশগুলো। এ ছাড়া ৭২ ঘণ্টার মধ্যে গাজায় আটক জিম্মিদের মুক্তি চেয়েছেন তিনি। গাজায় ইসরায়েলি অভিযান...