ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করছে হামাস। সোমবার হোয়াইট হাউসে ২০ দফা এই প্রস্তাব প্রকাশ করেন তিনি। এদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তারা যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন। নেতানিয়াহু প্রস্তাবে সম্মত হওয়ার কথা জানান। প্রস্তাবে যুদ্ধের অবসান, ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং গাজা পরিচালনায় সহায়তার জন্য একটি আন্তর্জাতিক বোর্ড গঠনের কথা বলা হয়েছে। এতে থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ কয়েকজন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, এর মানে এই নয় যে, এটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব। নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ট্রাম্প এই প্রস্তাব প্রকাশ করে বলেন, হামাস যদি এটি মেনে না নেয়, তবে ইসরায়েল যা করবে, তাতে পূর্ণ সমর্থন দেবেন। হামাস প্রস্তাবটি আন্তরিকভাবে পর্যালোচনা করছে। বিবিসির...