চট্টগ্রাম:‘একতাতে সমৃদ্ধি’ ডাকে অক্টোবর সেবা মাসের কর্মসূচি ঘোষণা করেছেন লায়ন (জেলা ৩১৫ বি৪) গভর্নর মোসলেহউদ্দিন আহমেদ অপু। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন তিনি।কেক কেটে সেবা মাসের উদ্বোধন করেন। তিনি বলেন, বিশ্বের ২১০টি দেশে ৫০ হাজার ১০১ ক্লাবের মাধ্যমে প্রায় ১৪ লাখ লায়ন সদস্য দিন রাত সেবা কার্যক্রম পরিচালনা করছেন।আমাদের জেলা ৩১৫ এর ৭টি লায়ন্স জেলার ৯৫০টি লায়ন্স ক্লাবের মাধ্যমে ২২ হাজার ১৫০ জন সদস্য সেবার কাজ করছেন। জেলার লায়ন সদস্য ৩ হাজার ৭২৩ জন। তিনি চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ভবনকে ঘিরে ১৫ বছর মেয়াদি মাস্টারপ্ল্যান তৈরির প্রক্রিয়া চলছে। অক্টোবর সেবা মাসে ১৫ উপজেলায় আই ক্যাম্পে ১ হাজার গরিব রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। তিনি জানান, লায়ন্স চ্যারিটেবল চক্ষু হাসপাতালে শুরু...