বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দীন বলেছেন, গত কয়েক বছরে আর্থিক খাতে আমরা অনেক অলিগার্ক তৈরি করেছি। শত শত ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছে। ১০-১২টি ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিহ্নিত করা হয়েছে। তাদের সম্পদ জব্দ করে রাষ্ট্রীয় খাতে নিয়ে আসতে হবে। তিনি বলেন, তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে হবে। তবে গণহারে সবার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা কোনো সমাধান নয়। এই ১০-১২ জনের অ্যাকাউন্ট জব্দের বাইরে কারো এভাবে জব্দ করা উচিত নয়।কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত না হলে আবারো ইস্ট ইন্ডিয়া তৈরি হবে, আবারো লুটপাট হবে। মঙ্গলবার রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত মান্থলি ম্যাক্রোইকনমিক ইনসাইটস শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. খুরশিদ আলমের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন মেট্রোপলিটন চেম্বারের সভাপতি কামরান টি. রহমান, ঢাকা চেম্বারের সাবেক...