অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের শিশুরা পুষ্টিহীনতার মধ্যে আছে। বিশেষ করে আমাদের মায়েদের মধ্যেও পুষ্টিহীনতার প্রবণতা বেশি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিবিএস একটি প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ১০টি পরিবারের মধ্যে তিনটি পরিবার পুষ্টিহীনতায় বা খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা একথা বলেন। তিনি বলেন, এটার জন্য আমরা চেষ্টা করছি যথাসম্ভব। বোধ হয় কাল-পরশু থেকে জেলেদের মাছ ধরা বন্ধ হয়ে যাবে, তাদের জন্য আমরা ২০ কেজি চাল করে দিচ্ছি। আমরা চেষ্টা করছি। অর্থ উপদেষ্টা বলেন, আমাদের খাদ্য যেটা হয়,...