রাশিয়ার সোচিতে ‘ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড’র এবারের আসরে স্বর্ণপদকসহ একাধিক পদক জিতেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিশ্বসাহিত্যকেন্দ্রের মিলনায়তনে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন থেকে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, রাশিয়ার সোচি শহরে চতুর্থ ওপেন ওয়াল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে সশরীর ও অনলাইন মিলিয়ে ২০টি দেশের ৯০ জন প্রতিযোগীর অংশগ্রহণ করেছিল এই অলিম্পিয়াডের চতুর্থ আসর। আয়োজক হিসেবে ছিল রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয় এবং সিরিয়াস এডুকেশন সেন্টার। ২০তম বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বিজয়ীদের নিয়ে বাংলাদেশ দল গঠন করা হয়। এই দলটি চতুর্থ ওপেন ওয়াল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। ‘ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড’র এবারের আসরে স্বর্ণপদকসহ একাধিক পদক জিতেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। ছয় প্রতিযোগীর মধ্যে পাঁচ প্রতিযোগী বিভিন্ন পদকে ভূষিত হয়েছে। তারা হচ্ছে, বাংলাদেশ দলের...