মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে থাকা বাগরাম সামরিক ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নেওয়ার দাবি তুলেছেন। ২০২০ সালে তালেবানের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয়। পাঁচ বছর পর সেই ঘাঁটি আবারও চাচ্ছেন ট্রাম্প। ১৮ সেপ্টেম্বর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা সেটা (বাগরাম) ফেরত চাই। আমরা তাদের (তালেবান) কোনো কিছু ছাড়াই দিয়ে দিয়েছিলাম। এর দুদিন পর, ২০ সেপ্টেম্বর ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হুঁশিয়ারি দিয়ে লেখেন, যদি আফগানিস্তান বাগরাম ঘাঁটি আমাদের ফেরত না দেয়, তাহলে খারাপ কিছু ঘটবে। বাগরাম আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। সোভিয়েত ইউনিয়ন ১৯৫০-এর দশকে এটি তৈরি করে, পরে এটি তালেবান, উত্তর জোট এবং সর্বশেষ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে যায়। ২০০১ সালের পর যুক্তরাষ্ট্র এই ঘাঁটি...