‘রঙে রঙিন হবে রাত, সুরে ভেসে যাবে মেহেরপুর’—এই স্লোগান সামনে রেখে একটি কনসার্টে পারফর্মের কথা ছিল নগরবাউলখ্যাত জেমসের। কিন্তু স্থানীয় প্রশাসনের অনুমতি না পাওয়ায় ‘সূর্য ক্লাব’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই কনসার্ট স্থগিত করা হয়েছে। একইসঙ্গে এর প্রচারণা ও টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়েছে। বিষয়টি সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে নিশ্চিত করেছে মেহেরপুরের সূর্য ক্লাব। তাঁরা লেখেন, ‘সূর্য ক্লাব উদ্বোধন উপলক্ষে যে কনসার্ট হওয়ার কথা ছিল, উক্ত কনসার্টের টিকিট বিক্রিসহ সকল কার্যক্রম প্রশাসনের অনুমতি পাওয়ায় বিলম্ব হওয়ার কারণে ২৫ সেপ্টেম্বর থেকে স্থগিত করে রাখা হয়েছে।’ সূর্য ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা মাত্র তিন দিন কনসার্টের টিকিট বিক্রি করেছেন। তখন সীমিত সংখ্যক টিকিট বিক্রি হয়েছে। ইতিমধ্যে টিকিট ক্রেতাদের নাম ও ফোন নম্বর এন্ট্রি আকারে সংরক্ষণ করা হয়েছে। টিকিট রিফান্ডের সিদ্ধান্ত শিগগিরই জানিয়ে দেওয়া হবে।...