তামিলনাড়ুর কারুরে তার সভাস্থলে পদদলিত হয়ে ৪০ জন নিহত হওয়ার ঘটনায় অবশেষে থালাপতি বিজয়ের বিরুদ্ধেও করা হলো মামলা। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি জানান, হতাহতের ঘটনায় বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)-এর শীর্ষ নেতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে টিভিকে দলের সভাপতি অভিনেতা থালাপতি বিজয়। মামলায় অভিযুক্ত অন্যরা হলেন বুসসি আনন্দ, নিরমল কুমার ও ভি.পি. মাথিয়ালাগান। তাদের বিরুদ্ধে অভিযোগ, টিভিকে পুলিশের দেওয়া শর্ত ভঙ্গ করেছে এবং কোনো নিয়মের তোয়াক্কা করেনি। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার জনসভা করে টিভিকে। সেদিন সভাস্থলে পদদলিত হয়ে নিহত হন ৪০ জন। এরমধ্যে ১৭ জন নারী ও ৯টি শিশু রয়েছে। এছাড়া, আহত অবস্থায় হাসপাতালে ৫০ জনের বেশি চিকিৎসা নিচ্ছেন। পুলিশের দাবি, টিভিকে ১০...