বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২০২৫-২৬ অর্থবছরে ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রবৃদ্ধির সম্ভাব্য এই হার আগের বছরের চেয়ে সামান্য বেশি হলেও রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি শুল্ক প্রবৃদ্ধিকে চাপে ফেলতে পারে বলে সতর্ক করেছে ঋণদাতা প্রতিষ্ঠানটি। ঘটনাবহুল ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হয় ৪ দশমিক ২২ শতাংশ। আর সাময়িক হিসাবে ২০২৪-২৫ অর্থবছরের ৩.৯৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে বাজেটে সরকার ৫ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরেছে। এডিবির সর্বশেষ এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে বলা হয়েছে, কৃষি ও সেবা খাত প্রবৃদ্ধিকে এগিয়ে নেবে। মূল্যস্ফীতি কমে আসা, গৃহস্থালি ক্রয়ক্ষমতা বাড়া, প্রবাসী আয় বৃদ্ধি এবং নির্বাচনকেন্দ্রিক সরকারি ব্যয় তাতে সহায়ক হবে। তবে যুক্তরাষ্ট্র গত অগাস্টে বাংলাদেশের সব ধরনের রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত ২০...