সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নে ভি-ডব্লিউ-বি (ভালনারেবল উইমেন বেনিফিসিয়ারি) কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে পঁচা ও নিম্নমানের চাল বিতরণের অভিযোগ উঠেছে। গত ২৯ সেপ্টেম্বর ইউনিয়নে এ চাল বিতরণ করা হয়। স্থানীয় সূত্র জানায়, প্রতি মাসে ২০২ জন নারী উপকারভোগীর কাছে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। তবে এবারের চালের বস্তায় পচন, পোকা ও দুর্গন্ধ পাওয়া গেছে, যা খাওয়ার অনুপযোগী। উপকারভোগীরা অভিযোগ করেছেন, সরকারের সহায়তা কর্মসূচি থেকেও তারা প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ধামাইনগর ইউনিয়ন পরিষদের সচিব রোজিন পলাশ চালের নিম্নমানের বিষয়টি স্বীকার করেছেন। উপজেলা সমবায় অফিসার ও ট্যাগ অফিসার দেলোয়ার হোসেন জানান, তিনি কেবল বিতরণের উদ্বোধন করেছেন, বস্তা খুলে চাল দেখা হয়নি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। চান্দাইকোনা খাদ্য গুদামের...