টিকিট খোলার আধঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে সব। ফলে ৯ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারি ভরপুর থাকবে তা নিশ্চিত। ২২ হাজার দর্শকের প্রত্যাশা পূরণ করতে চান বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তাঁর একটাই লক্ষ্য—বাঁচা-মরার লড়াইয়ে জয় ছিনিয়ে নেওয়া। এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে এখন পর্যন্ত মাত্র ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হংকংয়ের বিপক্ষেই অক্টোবরের দুটি ম্যাচ। একটি ঢাকায়, আরেকটি ১৪ অক্টোবর হংকংয়ে। তাই ঘরের মাঠে তিন পয়েন্ট নিয়ে আত্মবিশ্বাসী হয়ে ফিরতে চান জামাল। আজ শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। টিম হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপে জামাল বলেন, “সবাই সুস্থ আছে, প্রস্তুত আছে। সামনে যে ম্যাচটা, সেটা সত্যিই বাঁচা-মরার। সেখানে যদি হারি, তবে আর কোয়ালিফাই করার সম্ভাবনা থাকবে না।” দর্শকদের প্রত্যাশার কথাও মনে করিয়ে দেন তিনি।...