৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামে ফেন্সিডিল চুরির অভিযোগে দুই মাদককারবারীর বিরুদ্ধে হাসান (২৭) নামে এক যুবককে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩টার এ ঘটনাটি ঘটে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের চিহ্নিত দুই মাদককারবারি মনির ও বিদ্যুতের ৫ পাতা ফেন্সিডিল চুরি করে হাসান। কয়েকদিন পর ঘটনাটি ফাঁস হলে তারা হাসানকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে দঁড়ি দিয়ে খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে। নির্যাতনের একপর্যায়ে হাসান দুই পাতা ফেন্সিডিল এবং নগদ ১৭ হাজার টাকা ফেরৎ দেয়। তবে অবশিষ্ট ফেন্সিডিলে জন্য চাপ প্রয়োগ করে তারা। শেষ পর্যন্ত মাদককারবারি মনির ও বিদ্যুৎ তার কাছে ৯০...