ঢাকা: জল ও বিদ্যুৎ সংকটের বিরুদ্ধে ব্যাপক যুব বিক্ষোভের পর এবার ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা সরকার ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সম্প্রচারক টেলিভিজিওনা মালাগাসি (টিভিএম)-এ এক ভাষণে তিনি এই ঘোষণা দেন। আন্দোলনের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানানো হয়। খবর রয়টার্স।ভাষণে প্রেসিডেন্ট বলেন, "সরকারের কিছু সদস্য যদি দায়িত্ব যথাযথভাবে পালন না করে থাকে, তবে আমরা তা স্বীকার করছি এবং জাতির কাছে ক্ষমা চাইছি।" তিনি আন্দোলনরত তরুণদের সঙ্গে সংলাপের প্রতিশ্রুতি দেন এবং লুটপাটে ক্ষতিগ্রস্ত ব্যবসাগুলোকে সহায়তার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেন।তিনি আরও বলেন, "আমি জনগণের ক্ষোভ, দুঃখ এবং বিদ্যুৎ–পানি সংকটের কারণে সৃষ্ট ভোগান্তি বুঝতে পারছি। আমি তাদের আহ্বান শুনেছি, কষ্ট অনুভব করেছি এবং প্রতিদিনের...